প্রফেসর মোহাম্মদ মুজিবুল হক চৌধুরী চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার চৌধুরী পাড়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৬৩ খ্রি. তিনি জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম ফজল আহমেদ চৌধুরী ও মাতার নাম মরহুমা ইসলাম খাতুন। তিনি চট্টগ্রাম কলেজের প্রাক্তন ছাত্র এবং ৮ম বিসিএস এর মাধ্যমে উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক হিসেবে শিক্ষা ক্যাডারে যোগদান করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন সময়ে লাকসাম সরকারি নওয়াব ফয়জুন্নেছা কলেজ, সাতকানিয়া সরকারি কলেজ, গাছবাড়িয়া সরকারি কলেজ, নোয়াখালী সরকারি কলেজ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, চট্টগ্রাম ও সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম ও চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম এ শিক্ষকতা করেন। প্রতিষ্ঠকালীন সময়ে তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম-এ সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন। অধ্যক্ষ হিসেবে পদায়নের পূর্বে তিনি চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্বে ছিলেন।