দেড়শত বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজের মনোবিজ্ঞান বিভাগের ইতিহাস খুব বেশী প্রাচীন নয়। ১৯৬৫ সালে সর্ব প্রথম ডিগ্রি পাস কোর্স প্রবর্তনের মধ্য দিয়ে মনোবিজ্ঞান বিষয়টি অধিভূক্ত হয়। এখানে উল্লেখ্য যে, মনোবিজ্ঞান বিষয়ে ডিগ্রি পাস কোর্স প্রবর্তনের পূর্বেই জনাব রহিমা আলী নামের একজন শিক্ষককে তৎকালীন সরকার নিয়োগ প্রদান করেন। প্রকৃত পক্ষে তিনিই মনোবিজ্ঞান বিষয়ের প্রথম ভর্তি কার্যক্রমসহ পাঠদান প্রক্রিয়া শুরু করেন। এরপর এই বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন জনাব আকতার হোসেন যিনি পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন। এরপর জনাব মনিরুল ইসলাম, প্রমোদ চক্রবর্তী, প্রফেসর মো: মফিজুল ইসলাম, ড. মো: শাহাজাহান, মোঃ নুরুল হুদা মিঞা, মো: নাজির আহমেদ, মো: রাসেল মাহমুদ হাসান, প্রফেসর আফতাব উদ্দিন আহমেদ ও প্রফেসর মো: মোস্তাফিজুর রহমান প্রমুখ শিক্ষকগণ এ বিভাগে শিক্ষকতা করেছেন। প্রফেসর মো: মফিজুল ইসলামের সময় মনোবিজ্ঞান বিভাগের ল্যাবরেটরীর জন্য বিভিন্ন যন্ত্রপাতি ক্রয়সহ বিভাগের ব্যাপক উন্নয়ন হয়। প্রফেসর মো: মোস্তাফিজুর রহমানের সময় একটি শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়া স্থাপনসহ ডিজিটালাইজড করণের পদক্ষেপ গ্রহন করা হয়। শিক্ষা উপকরণ হিসেবে ল্যাপটপ ব্যবহারের ব্যবস্থা গ্রহণ করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যলয়ের অধীনে মনোবিজ্ঞান বিষয়ে মাষ্টার্স ১ম পর্ব কোর্স চালু হয় ১৯৯৩—১৯৯৪ শিক্ষাবর্ষ হতে এবং এ বিষয়ে মাষ্টার্স শেষ বর্ষের প্রথম ব্যাচের পরীক্ষা ১৯৯৫ সালে অনুষ্ঠিত হয়। এ সময়ে মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন জনাব মোঃ নুরুল হুদা মিঞা। চট্টগ্রাম কলেজে মনোবিজ্ঞান বিষয়ে প্রথম অনার্স কোর্স চালু হয় ১৯৯৭—১৯৯৮ শিক্ষাবর্ষ হতে। তৎকালীন অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ জুনাইদ স্যারের প্রচেষ্টায় মনোবিজ্ঞান বিষয়ে অনার্স কোর্স চালু হয় এবং সেই সময় হতে চট্টগ্রাম কলেজ একটি পূর্ণাঙ্গ অনার্স—মাষ্টার্স কলেজে রূপান্তরিত হয়। বর্তমানে মনোবিজ্ঞান বিভাগে অনার্সের ২৩ তম, মাষ্টার্স ১ম পর্বের ২৭ তম এবং মাষ্টার্স শেষ পর্বের ২৬ তম ব্যাচ অধ্যয়নরত এবং অনার্স ও মাষ্টার্স পর্যায়ে অধ্যায়নরত ছাত্র—ছাত্রীর সংখ্যা ৬৫০ জন। বিভাগের অনার্স ও মাস্টার্স পর্যায়ের ফলাফল বেশ সন্তোষজনক। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় সম্মানজনক স্থান প্রাপ্তিসহ পাশের হার প্রায় ৯৫ শতাংশ।

১৯৬৫ সাল হতে ২০০৮ সালের আগষ্ট পর্যন্ত দীর্ঘকাল মনোবিজ্ঞান বিভাগ ভূগোল ভবনে অবস্থান করলেও বর্তমানে অবস্থান নতুন একাডেমিক ভবন—২ এর ৩য় ও ৪র্থ তলায় সু—প্রশস্ত পরিসরে। দুইটি মাল্টিমিডিয়াসহ শ্রেণী কক্ষ দুটি, একটি ল্যাবরেটরী কক্ষ, একটি সেমিনার কক্ষ, একটি কম্পিউটার কক্ষ, শিক্ষকদের বসার জন্য দুটি কক্ষ ও পরিছন্ন ওয়াশরুশ দুটি। আশির দশক হতে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষকদের সংখ্যা ছিল ০৪। ২০০৮ সালে অত্র কলেজে বিভিন্ন বিষয়ে পদ সৃজনের সময় মনোবিজ্ঞান বিষয়ে একজন প্রফেসরসহ— ৫টি পদ সৃষ্টি হয়। বর্তমানে বিভাগের পদের সংখ্যা ৯। এর মধ্যে প্রফেসর —১, সহযোগী অধ্যাপক —১, সহকারী অধ্যাপক —৩, প্রভাষক —৪। বর্তমানে ৬ জন শিক্ষক এ বিভাগে কর্মরত আছেন। এছাড়া বিভাগে একজন সেমিনার সহকারী, একজন ল্যাব এসিস্ট্যান্ট ও একজন এম.এল.এস.এস কর্মরত আছে। ভবিষ্যতে সবগুলো ক্লাস রুম ডিজিটালাইজড করা, সেমিনারের জন্য পর্যাপ্ত বই ক্রয়সহ সেমিনার কক্ষটি সুসজ্জিতকরণ ও যুগোপযোগী করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এছাড়াও বিভাগের শিক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয় বিভাগের বিভিন্ন নোটিশ, পরীক্ষার ফলাফল, পরীক্ষার রুটিন ইত্যাদি নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে প্রচার ও প্রদর্শনের ব্যবস্থা করা। তাছাড়া ২০২১ সালে ঈঊউচ এর আওতায় বিভাগের একটি কক্ষ স্মার্ট কক্ষ হিসেবে সুসজ্জিতকরণ করা হয় এবং ৪টি কম্পিউটার, ১টি ল্যাপটপ ও ১টি প্রিন্টার দেয় যা বিভাগের অনলাইন শ্রেণি কার্যক্রমে অত্যন্ত সহায়ক হবে।

কর্মরত শিক্ষকদের পরিচিতিঃ

১। জনাব মোঃ মাসুদুল হক সিদ্দিকী, পিতা মোঃ মাহফুজুল হক সিদ্দিকী, মাতা মিসেস হাসিনা হক। জন্ম ১৯৬৫ সিরাজগঞ্জ জেলায়।
স্থায়ী ঠিকানা: গ্রাম: নবগ্রাম, পোস্ট: উল্লাপাড়া, উপজেলা: উল্লাপাড়া, জেলা: সিরাজগঞ্জ
তিনি ১৯৮১ জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জ, বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করেন।
এরপর ১৯৮৪ সালে সরকারি এডোয়ার্ড কলেজ, পাবনা থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস করেন। ১৯৮৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএ (সম্মান) এবং ১৯৮৮ সালে এম এ (মনোবিজ্ঞান) ডিগ্রি অর্জন করেন। ২০১৩ সালের রাজশাহী বিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর পিএইচডি টাইটেল "the effect of meditation by quantum method on subjective well-being of the people of Bangladesh"
তিনি ১৬ তম বিসিএস এ তৃতীয় মেধা স্থান অর্জন করে ১৯৯৬ সালে রাজশাহী কলেজে যোগদান করেন। পরবর্তীতে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, রাজশাহী তে সহযোগী অধ্যাপক হিসেবে; সরকারি বিএল কলেজ, খুলনায় সহযোগী অধ্যাপক হিসেবে; এবং রাজশাহী কলেজের সহযোগী অধ্যাপক হিসেবে ২০১৫ থেকে ২০২৩ পর্যন্ত চাকরি করেন। ২০২৩ সালের ৪ এপ্রিল অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে চট্টগ্রাম সরকারি কলেজ, চট্টগ্রামে যোগদান করেন। তাঁর সহধর্মিনী মাহমুদা চৌধুরী। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক। তাঁর দুই কন্যা শুদ্ধি হক ও সুহিতা হক।

২। জনাব মোঃ আবু তাহের, সহযোগী অধ্যাপক, মনোবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম ১৫ই জুন, ১৯৬৮ যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বর্ণিত গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি ১৯৮৪ সালে রঘুনাথ নগর উচ্চ বিদ্যালয়, ঝিকরগাছা থেকে ১ম বিভাগে এস.এস.সি ও ঝিকরগাছা শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজ থেকে ১৯৮৭ সালে ১ম বিভাগে এইচ.এস.সি পাস করেন। তিনি ১৯৮৭—১৯৮৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং ১৯৯০ সালে ২য় শ্রেণীতে অনার্স ও ১৯৯১ সালে ২য় শ্রেণীতে মাস্টার্স পাস করেন। এরপর তিনি ১৭ তম বি.সি.এস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৯৮ সালের ২২শে ফেব্রুয়ারী মনোবিজ্ঞানের প্রভাষক হিসেবে সরকারি চাকুরীতে যোগদান করেন। পরবর্তীতে ১৯৯৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিল্প মনোবিজ্ঞানের উপর এম.ফিল ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিনি মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের দ্বায়িত্ব পালন করছেন।

৩। জনাব বৈদ্যনাথ সরকার, সহযোগী অধ্যাপক, মনেবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম ১৬ই জুন,১৯৭৪ মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার টুটিয়াম গ্রামে জন্ম গ্রহন করেন। তিনি ১৯৮৯ সালে তালুকনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ১ম বিভাগে এস.এস.সি ও সরকারী দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ থেকে ১৯৯১ সালে ১ম বিভাগে এইচ.এস.সি পাস করেন। তিনি ১৯৯১—৯২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে ভর্তি হন। ১৯৯৫ সালে ২য় শ্রেণীতে অনার্স পাস করেন এবং ১৯৯৬ সালে ২য় শ্রেণীতে মাস্টার্স পাস করেন। এরপর তিনি ২০০০ সালে সরকারী টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা থেকে বি.এড (১ম শ্রেণী) পাস করেন। পরবর্তীতে ২২ তম বি.সি.এস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০০৩ সালে মনোবিজ্ঞানের প্রভাষক হিসেবে সরকারি চাকুরীতে যোগদান করেন। তিনি ২০০৯ সালের ৯ই জুন প্রভাষক থেকে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান এবং ২০২১ সালের ৩০ই জুন সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।

৪। জনাব ছাইদুর রহমান, সহযোগী অধ্যাপক, মনেবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম ১লা জানুয়ারী, ১৯৭৭ কুমিল্লা জেলার মেঘনা উপজেলার চরপাথালিয়া গ্রামে জন্ম গ্রহন করেন। তিনি ১৯৯১ সালে বাঘাইয়া কান্দি কলিমউল্লা উ”চ বিদ্যালয় থেকে ১ম বিভাগে এস.এস.সি ও সরকারি বিজ্ঞান কলেজ, তেজগাঁও, ঢাকা থেকে ১৯৯৩ সালে ১ম বিভাগে এইচ.এস.সি পাস করেন। তিনি ১৯৯৩—৯৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে ভর্তি হন। ১৯৯৬ সালে ২য় শ্রেণীতে অনার্স পাস করেন এবং ১৯৯৭ সালে ২য় শ্রেণীতে মাস্টার্স পাস করেন। পরবর্তীতে ২২ তম বি.সি.এস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০০৩ সালে মনোবিজ্ঞানের প্রভাষক হিসেবে সরকারি চাকুরীতে যোগদান করেন। তিনি ২০০৯ সালের ৯ই জুন প্রভাষক থেকে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান এবং ২০২১ সালের ৩০ই জুন সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।

৫। জনাব মোহাম্মদ নুরনবী, সহকারী অধ্যাপক, মনেবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম ০১ অক্টোবর, ১৯৭৮খ্রি: এ নোয়াখালী জেলার চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামে জন্ম গ্রহন করেন। তিনি ১৯৯৩ সালে সপ্তগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় (চাটখিল, নোয়াখালী) থেকে ১ম বিভাগে এস.এস.সি ও ঢাকা কলেজ, ঢাকা থেকে ১৯৯৫ সালে ১ম বিভাগে এইচ.এস.সি পাস করেন। তিনি ১৯৯৫—৯৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে অনার্স কোর্সে ভর্তি হন। ১৯৯৮ সালে ২য় শ্রেণিতে অনার্স পাস করেন এবং ১৯৯৯ সালে ২য় শ্রেণিতে একই বিষয়ে মাস্টার্স পাস করেন। এরপর তিনি ২৪ তম বি.সি.এস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে (সাধারণ শিক্ষা ক্যাডারে) সরকারি চাকুরীতে প্রভাষক (মনোবিজ্ঞান) পদে ২০০৫ সালের ০২ জুলাই সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ, সুনামগঞ্জ এ যোগদান করেন। ২০১৪ সালের ১০ নভেম্বর তিনি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রাপ্ত হয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষাঅধিদপ্তর, বাংলাদেশ, ঢাকায় যোগদান করেন। ০১ ফেব্রুয়ারি’ ২০১৫ খ্রি: তিনি বদলীজনিত কারণে এম.সি.কলেজ, সিলেট—এ যোগদান করেন। অত:পর বদলীজনিত কারণে তিনি ২০১৬ সালের ০৭ ডিসেম্বর চট্টগ্রাম সরকারি কলেজ, চট্টগ্রাম—এ একই পদে যোগদান করেন। তিনি ২০১৬—১৭ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এম.ফিল কোর্সে ভর্তি হয়ে ১ম পর্ব সম্পন্ন করেন।

৬। জনাব মোহাম্মদ হাসান তানভীর, প্রভাষক, মনেবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম ১লা জানুয়ারী, ১৯৯০ কুমিল্লা জেলার কুমিল্লা আদর্শ সদর, কুমিল্লা পৌরসভায় জন্ম গ্রহন করেন। তিনি ২০০৫ সালে কুমিল্লা জিলা স্কুল থেকে জিপিএ ৫.০০ পেয়ে এস.এস.সি ও নটরডেম কলেজ, ঢাকা থেকে ২০০৭ সালে জিপিএ ৪.৪০ পেয়ে এইচ.এস.সি পাস করেন। তিনি ২০০৮—২০০৯ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে ভর্তি হন। ২০১৩ সালে সিজিপিএ ৩.০০ পেয়ে অনার্স পাস করেন এবং ২০১৪ সালে সিজিপিএ ২.৬১ পেয়ে মাস্টার্স পাস করেন। পরবর্তীতে ৩৮ তম বি.সি.এস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০২১সালের ১৪ই ফ্রেব্রুয়ারী মনোবিজ্ঞানের প্রভাষক হিসেবে সরকারি চাকুরীতে যোগদান করেন।

৭। জনাব শাহ পরান, প্রভাষক, মনেবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম ২৮নভেম্বর, ১৯৯৪ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাঙ্গালমুড়ি গ্রামে জন্ম গ্রহন করেন । তিনি ২০১০ সালে শ্রিপুর প্রসন্ন একাডেমি থেকে জিপিএ ৫.০০ পেয়ে এস.এস.সি ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা থেকে ২০১২ সালে জিপিএ ৫.০০ পেয়ে এইচ.এস.সি পাস করেন। তিনি ২০১২—২০১৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে ভর্তি হন। ২০১৬ সালে সিজিপিএ ৩.৩৩ পেয়ে অনার্স পাস করেন এবং ২০১৭ সালে সিজিপিএ ৩.৫৪ পেয়ে মাস্টার্স পাস করেন। পরবর্তীতে ৩৮ তম বি.সি.এস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০২১সালের ১৪ই ফ্রেব্রুয়ারী মনোবিজ্ঞানের প্রভাষক হিসেবে সরকারি চাকুরীতে যোগদান করেন।

৮। জনাব হাছিব আল মাহমুদ, প্রভাষক, মনেবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। তিনি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সাহেদাপুর গ্রামে সাত ডিসেম্বর ১৯৯৩ সালে জন্ম গ্রহন করেন । তিনি ২০০৮ সালে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এস.এস.সি ও বিএএফ শাহীন কলেজ তেজগাঁও, ঢাকা থেকে ২০১০ সালে বিজ্ঞান বিভাগ থেকে এইচ.এস.সি পাস করেন। তিনি ২০১১-২০১২ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ থেকে ভর্তি হয়ে ২০১৫ সালে বিএসসি (সম্মান) ডিগ্রি অর্জন করেন এবং ২০১৬ সালে "অর্গানাইজেশনাল এন্ড ম্যানেজমেন্ট সাইকোলজি" বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। চট্টগ্রাম কলেজে যোগদানের আগে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকে ২০২০ এ যোগদান করে কর্মজীবন শুরু করেন এবং সর্বশেষ জনতা ব্যাংক লিমিটেড-এ কর্মরত ছিলেন। পরবর্তীতে ৪০ তম বি.সি.এস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০২২ সালের ৪ ডিসেম্বর মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে চট্টগ্রাম সরকারি কলেজ, চট্টগ্রামে যোগদান করেন।

শিক্ষকমন্ডলী

শূন্য পদ
বিভাগীয় প্রধান
অধ্যাপক আইডি নম্বরঃ
জনাব বৈদ্যনাথ সরকার
সহযোগী অধ্যাপক (ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান)
আইডি নম্বরঃ ০১৩০৮০
জনাব ছাইদুর রহমান
সহযোগী অধ্যাপক
আইডি নম্বরঃ ০১৩০৬৫
জনাব মোহাম্মদ নুরনবী
সহকারী অধ্যাপক
আইডি নম্বরঃ ০১৪০০৯
জনাব মোহাম্মদ হাসান তানভীর
প্রভাষক
আইডি নম্বরঃ ২১১৩৮১৪০০০২
জনাব শাহ পরান
প্রভাষক
আইডি নম্বরঃ ২১১৩৮১৪০০০৩
জনাব হাছিব আল মাহমুদ
প্রভাষক
আইডি নম্বরঃ