অর্থনীতি বিভাগ চট্টগ্রাম কলেজের স্বনামধন্য একটি বিভাগ। এই বিভাগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি (পাস) অনার্স ও মাস্টার্স কোর্স চালু আছে। তা ছাড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন উচ্চমাধ্যমিক মানবিক শাখায় অর্থনীতি বিষয়টি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে।
১৮৬৯ সালে কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পর ১৯১৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন অর্থনীতি বিষয়ে ডিগ্রি পাস কোর্স অনুমোদন পায় চট্টগ্রাম কলেজ এবং ১৯৪২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স কোর্সে অধিভুক্তি লাভ করে। স্বাধীনতার পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স কোর্স পরিচালিত হতো এবং সেই সময়ে মাস্টার্স শেষপর্ব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাপ্ত করতে হতো। ১৯৯২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর চট্টগ্রাম কলেজে অর্থনীতি বিভাগের স্নাতক পাস কোর্স, সম্মান কোর্স, মাস্টার্স প্রথম পর্ব ও শেষ পর্ব কোর্স সমূহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর পরিবর্তে জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে পরিচালিত হতে হয়ে আসছে।
এই বিভাগের প্রথিতযশা শিক্ষকবৃন্দের মধ্যে আছেন, প্রফেসর সিকান্দার খান,মরহুম ফজলুল কাদের, মরহুম হারুন উর রশিদ, প্রফেসর ক্যাপ্টেন রওশন আরা বেগম, প্রফেসর আব্দুর রশিদ, প্রফেসর মেজর আহম্মদ হোসেন, প্রফেসর ডঃ মোঃ লিয়াকত আলী খান প্রমূখ।
চট্টগ্রাম কলেজের ইতিহাসের সাথে অর্থনীতি বিভাগের ঐতিহ্য অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রতি বছর অনার্স ও মাস্টার্স কোর্সে এ বিভাগের শিক্ষার্থীরা ঈর্ষণীয় ফলাফল লাভ করে আসছে। এ বিভাগ থেকে বহু শিক্ষার্থী কর্ম জীবনে প্রতিষ্ঠিত হয়েছে এবং দেশে-বিদেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
শিক্ষকমন্ডলী
নোটিশ