নৈসর্গিক সৌন্দর্যে শোভিত তো বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রাম। এই চট্টগ্রামের শতাব্দীপ্রাচীন বিদ্যাপীঠ চট্টগ্রাম কলেজ। ১৮৩৬ সালে খাবে তো চট্টগ্রাম জেলা স্কুল এফ এ (বর্তমানে উচ্চ মাধ্যমিক) কোর্স প্রবর্তনের মধ্য দিয়ে ১৮৬৯ সালে চট্টগ্রাম কলেজ প্রতিষ্ঠিত হয়। ১৯১০ সালে জেলায় স্কুল অন্যত্র স্থানান্তরিত হয় এবং চট্টগ্রাম কলেজ প্রথম শ্রেণীর ডিগ্রি কলেজ হিসেবে স্বীকৃতি লাভ করে। শুরু হয় বাংলা ইংরেজি আরবি ফারসি ও সংস্কৃতি বিষয়ে পাঠদান।
১৯৯২ সালে চট্টগ্রাম কলেজে ইতিহাস বিষয়ে অনার্স ও মাস্টার্স কোর্স চালু করা হয়। এ কোর্স চালু করার পেছনে যার সবচেয়ে বেশি অবদান রয়েছে তিনি হলেন তৎকালীন বিভাগীয় প্রধান জনাব মোঃ আবুল কাশেম। অনার্স কোর্স চালুর সময় প্রথম বর্ষের শিক্ষার্থীদের আসন সংখ্যা ছিল ৫০ এবং বিভাগে শিক্ষক এর পদ সংখ্যা ছিল ০৭। পরবর্তী সময়ে অনার্স করছে আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে হয় ২১০ টি এবং শিক্ষকের পদ সংখ্যা বৃদ্ধি পেয়ে হয় ১০ টি।

এই বিভাগে যেসকল গুণে শিক্ষক কর্মরত ছিলেন তন্মধ্যে উল্লেখযোগ্য হলেন অধ্যাপক মোহর আলী, অধ্যাপক হোসেন মো: ফজলে দাইয়ান, অধ্যাপক মোকাদ্দেসুর রহমান, অধ্যাপক আলমগীর মো: সিরাজ উদ্দিন। এই বিভাগের যে সকল শিক্ষার্থী বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তার মধ্যে বঙ্গবন্ধু অধ্যাপক মুনতাসীর মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মৃত্তিকা সংগীতের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।

শিক্ষকমন্ডলী

প্রফেসর মোঃ আবু তাহের ভূঁইয়া
বিভাগীয় প্রধান

অধ্যাপক 

আইডি নম্বরঃ ০০৩০৮৮

জনাব রুবিনা বেগম
অধ্যাপক (ইনসিটু)
আইডি নম্বরঃ ০০৮৯৫৫
জনাব নায়ার সুলতানা
সহযোগী অধ্যাপক
আইডি নম্বরঃ ০০৭৫৮০
জনাব তহুরা জেসমিন খান
সহকারী অধ্যাপক
আইডি নম্বরঃ ০০১৪৪৫৫
জনাব জোবেদা বেগম
সহকারী অধ্যাপক
আইডি নম্বরঃ ০১৫৭৫৯
জনাব সাবিনা আকতার
সহকারী অধ্যাপক
আইডি নম্বরঃ ০০২১৯৩৬
জনাব কামরুন নাহার সালমা
সহকারী অধ্যাপক (ইনসিটু)
আইডি নম্বরঃ ০০২৩৮০৮
মো ওমর ফারুক
প্রভাষক
আইডি নংঃ ১৭১৩৫১১০০১৫
জনাব জিসান আহমেদ
প্রভাষক
আইডিঃ ১৯১৩৭১১০০০৫
জনাব মোহাম্মদ জানেবুল হাসান
প্রভাষক
আইডি নম্বরঃ২১১৩৮১১০০২

নোটিশ