প্রফেসর সুব্রত বিকাশ বড়ুয়া চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ঐতিহ্যবাহী আবুরখীল গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম প্রয়াত বাবু প্রবীন চন্দ্র বড়ুয়া এবং মাতার নাম প্রয়াত শ্রীমতি রানু প্রভা বড়ুয়া। শিক্ষাজীবনে তিনি আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়, রাউজান ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা সম্পন্ন করেন।
তিনি চতুর্দশ বিসিএস পরীক্ষার মাধ্যমে পদার্থবিজ্ঞান বিষয়ের প্রভাষক হিসেবে ১৯৯৪ সালের জানুয়ারিতে শিক্ষা ক্যাডারে যোগদান করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন সময়ে রাঙামাটি সরকারি কলেজ, কক্সবাজার সরকারি কলেজ, সরকারি সিটি কলেজ, চাঁদপুর সরকারি কলেজ, নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ ও চট্টগ্রাম কলেজে অধ্যাপনা করেন।
ইতোপূর্বে তিনি বান্দরবান সরকারি কলেজে প্রায় ০২ বছর উপাধ্যক্ষের দায়িত্বও পালন করেন। অত্র কলেজে উপাধ্যক্ষ হিসেবে পদায়নের পূর্বে তিনি এই কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বে ছিলেন।