টমাস ক্যারিংটন মেকলে ১৮৩৪ সালে ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড বেন্টিং এর কাছে এদেশে পাশ্চাত্য শিক্ষা প্রসারের প্রয়োজনীয়তার এক প্রস্তাব পেশ করেন এরই ধারাবাহিকতায় ১৮৩৬ সালের জানুয়ারি মাসে চট্টগ্রাম জেলা স্কুল স্থাপিত হয়। ১৮৫৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে এই স্কুলটি সেই বিশ্ববিদ্যালয়ের অনুমোদন লাভ করে এবং প্রবেশিকা স্তর পর্যন্ত চালু হয়।

উচ্চ শিক্ষা প্রসারের তীব্র প্রয়োজনে ১৮৬৯ সালে চট্টগ্রাম কলেজের জন্ম। ১৯০৯ সালে কলেজে বিজ্ঞান শিক্ষা চালু হয় এবং ১৯১২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পদার্থবিদ্যা বিষয়ে বিএসসি পাস ও অনার্স কোর্স চালু হয়।

১৯৪৭ সালে দেশ বিভাগের পর পদার্থবিদ্যা বিষয় সহ চালু সকল শিক্ষা কোর্স ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক নতুন ভাবে অনুমোদিত হয়। ১৯৫৫ সালে পাকিস্তান সরকার এক দেশ বলে সকল বিষয়ে অনার্স কোর্স শিক্ষাদান অস্থায়ীভাবে বাতিল করে পরবর্তীতে ১৯৬০ সালে পদার্থবিদ্যায় সহ 6 টি বিষয়ে অনার্স কোর্স পুনরায় চালু হয়। ১৯৯৬ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে একই বছর থেকে মাস্টার্স কোর্স চালু হয়। বর্তমানে এই বিভাগে প্রথম বর্ষ সম্মান বিষয়ে আসন সংখ্যা ১৩০ টি। বিভাগে অধ্যাপক সহযোগী অধ্যাপক সহকারী অধ্যাপক প্রভাষক ও প্রদর্শনসহ শিক্ষকের সৃষ্ট পদ সংখ্যা (০১+০২+০৪+০৪+০২)=১৩ টি।

শিক্ষার মানদন্ড ও ফলাফল এর বিচারের পদার্থবিদ্যা বিভাগ সমূহ উজ্জ্বল। বিভাগের অনেক শিক্ষার্থী বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কর্মরত থেকে দেশের উন্নয়নে অবদান রেখে চলেছে।

শিক্ষকমন্ডলী

প্রফেসর রাফিকা ফরিদ
বিভাগীয় প্রধান
আইডি নম্বরঃ ০০২৬৬৩
আল আমিন মো: সিরাজুল ইসলাম
অধ্যাপক

আইডি নম্বরঃ ১২৭৯৬

জনাব রাশেদ মোহাম্মদ ইকবাল
অধ্যাপক

আইডি নম্বরঃ ০০৯০৫০

জনাব মেহেরুন নাহার
সহযোগী অধ্যাপক (ইনসিটু)

আইডি নম্বরঃ ০১০০৮১

জনাব নাসিমা আক্তার
সহকারী অধ্যাপক

আইডি নম্বরঃ ০১৪৯২৬

মর্জিনা আক্তার
সহকারী অধ্যাপক

আইডি নম্বরঃ ১৫৬৬০

জনাব হোসনে আরা বেগম
সহকারী অধ্যাপক

আইডি নম্বরঃ ০১৭৮৪৯

জনাব মোঃ জহিরুল ইসলাম
সহকারী অধ্যাপক

আইডি নম্বরঃ ০২২৮৬৯

জনাব মৌসুমী আচার্যী
প্রভাষক

আইডি নম্বরঃ ০০২৫৯১৭

ফরিদা ইয়াছমিন
প্রভাষক
আই ডি নম্বর: ১৬১৩৪১২৮০৩৬
জনাব মোহাম্মদ আনোয়ারুল্ল্যাহ
প্রভাষক
আই ডি নম্বর: ০০১২৮৩০১
জনাব কাকন কুমার বৈদ্য
প্রদর্শক

নোটিশ