চট্টগ্রাম কলেজ বাংলাদেশের অন্যতম একটি শীর্ষস্থানীয় এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের এর দারুণ সমন্বয় ঘটেছে। ১৮৩৬ সালে স্থাপিত চট্টগ্রাম জেলা স্কুলের মাধ্যমে ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত এ কলেজে ১৯৪৭ সালে ‘পরিসংখ্যান বিভাগ’ চালু করা হয়। প্রাথমিক পর্যায়ে স্নাতক শ্রেণিতে এবং পরবর্তিতে উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান বিষয়ে পাঠদান চলতে থাকে। ১৯৯৪—৯৫ শিক্ষাবর্ষ থেকে পরিসংখ্যান বিষয়ে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর কোর্স চালু করা হয়।
বিভাগের গুরুত্বপূর্ণ তথ্য :
০১। স্নাতক শ্রেণিতে পাঠদান শুরু : ১৯৪৭ খ্রি.
০২। উচ্চ মাধ্যমিক শ্রেণিতে পাঠদান শুরু : ১৯৬২ খ্রি.
০৩। স্নাতক (সম্মান) শ্রেণিতে পাঠদান শুরু : ১৯৯৪—১৯৯৫ শিক্ষাবর্ষ
০৪। স্নাতকোত্তর শ্রেণিতে পাঠদান শুরু : ১৯৯৪—১৯৯৫ শিক্ষাবর্ষ
০৫। স্নাতক(সম্মান) শ্রেণিতে আসন সংখ্যা : ১৭০
০৬। স্নাতকোত্তর শ্রেণিতে আসন সংখ্যা : ১২০
বর্তমানে প্রায় সাত শতাধিক শিক্ষার্থী স্নাতক(সম্মান) এবং স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়ন করছে। অধ্যক্ষ জে.সি বোস ভবন (একাডেমিক ভবন—০১) এর নিচতলার তিনটি কক্ষ এবং জমিদার রায়বাহাদুর গোলক চন্দ্র নাথ (একাডেমিক ভবন—০৩) এর তৃতীয় তলার ০২টি কক্ষ নিয়ে এ বিভাগ তার কার্যক্রম চালু রেখেছে।