নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যে শোভিত বাংলাদেশের প্রিয় বন্দর নগরী চট্টগ্রামের সার্ধশত বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চট্টগ্রাম কলেজের জীববিজ্ঞান বিভাগ ১৯৬১ সালে ‘উদ্ভিদবিদ্যা’ বিভাগ ও ‘প্রাণিবিদ্যা’ বিভাগ নামে দুটি স্বতন্ত্র বিভাগ হিসেবে যাত্রা শুরু করে। এ বিভাগের প্রতিষ্ঠাকালীন সময়ে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন জনাব এম. এ. সাত্তার। তাঁরই আন্তরিক প্রচেষ্টায় এ বিভাগ ক্রমান্বয়ে উন্নতি সাধন করে। তিনি এবং পরবর্তীতে অন্যান্য অধ্যাপকের সক্রিয় সহযোগিতায় এ বিভাগ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বিভাগে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক ও প্রদর্শক সহ শিক্ষকের মোট পদ সংখ্যা (০১+০২+০৩+০৪+০২) ১২ টি। শিক্ষার্থীদের অধ্যয়নের সুবিধার্থে বিভাগটিতে একটি সুসজ্জিত সেমিনার লাইব্রেরি রয়েছে যাতে ২০০০ এরও অধিক বই ও জার্ণাল রয়েছে। বিরল প্রাণীর নমুনা সম্বলিত একটি “প্রাণী মিউজিয়াম” এ বিভাগের অন্যতম একাডেমিক নিদর্শন হয়ে আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রাণিবিদ্যা বিভাগে প্রথম অনার্স কোর্স চালু হয় ১৯৭৯-৮০ শিক্ষাবর্ষ হতে। ১৯৯৫ সালে বাংলাদেশের কলেজসমূহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হলে ১৯৯৬-৯৭ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষপর্ব ও ১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষে মাস্টার্স ১ম পর্বের কোর্স চালু হয়ে অদ্যাবধি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছাত্র-ছাত্রীরা স্নাতক পাস কোর্স, স্নাতক সম্মান কোর্স, স্নাতকোত্তর ১ম পর্ব ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করে আসছে। স্নাতক সম্মান ১ম বর্ষে আসন সংখ্যা ১৬০টি, স্নাতকোত্তর ১ম পর্বে ৬০টি ও স্নাতকোত্তর শেষ পর্বে সমন্বিত সংখ্যক (১৬০+৬০)= ২২০টি আসন বিদ্যমান। বিভাগে প্রায় ৮০০ জন শিক্ষার্থী বর্তমানে অধ্যয়নরত আছে। বিভাগের অনার্স ও মাস্টার্স পর্যায়ের ফলাফল বেশ সন্তোষজনক। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় প্রতি বছর এ বিভাগের শিক্ষার্থীরা সাফল্যের স্বাক্ষর রেখে যাচ্ছে। বিভাগটি শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এবং নিয়মিত যোগাযোগের একটি আদর্শ উদাহরণ। শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্কটিও আন্তরিক এবং বন্ধুত্বপূর্ণ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন-নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব মোস্তফা কামাল উদ্দীন, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব জনাব হেলালুদ্দীন আহমদ, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সরকারের সচিব) জনাব মোহাম্মদ আবুল কাসেম, খাগড়াছড়ি সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর শাহ আহমদ নবী এবং একজন ঊর্ধ্বতন ব্যাংক কর্মকর্তাসহ এ পাঁচজন অত্র বিভাগের ১ম ব্যাচের কৃতী শিক্ষার্থী। এছাড়া বাংলাদেশ সিভিল সার্ভিসসহ দেশ-বিদেশের বিভিন্ন কর্ম ক্ষেত্রে ছড়িয়ে আছে বিভাগের অনেক প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ। এ বিভাগের ছাত্র-ছাত্রীদেরকে মেধা, মনন, সহনশীলতা, নেতৃত্ব, সৃজনশীলতা, শৃঙ্খলা ও দক্ষতার ভিত্তিতে মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ এবং দেশ প্রেমিক, অসাম্প্রদায়িক ও সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।
শিক্ষকমন্ডলী
নোটিশ