১৮৬৯ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যমন্ডিত চট্টগ্রাম কলেজের জীববিজ্ঞান বিভাগ ১৯৬১ উদ্ভিদবিদ্যা বিভাগ ও প্রাণিবিদ্যা বিভাগ নামে দুটি পৃথক ও স্বতন্ত্র বিভাগ হিসেবে যাত্রা শুরু করে। এ বিভাগের প্রতিষ্ঠাকালীন সময়ে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন জনাব এম এ সাত্তার। তারই ধারাবাহিকতায় বহুগুণী শিক্ষক পর্যায়ক্রমে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রাক্তন বিভাগীয় প্রধান ডক্টর জয়নাব বেগম এই বিভাগের উন্নয়নে অনন্য সাধারণ অবদান রেখেছেন। বর্তমানে বিভাগে ১২ টি পদের বিপরীতে ১১ জন শিক্ষক কর্মরত আছেন।
এই বিভাগের অনার্স প্রথম বর্ষের আসন সংখ্যা ১৬৯ মাস্টার্স প্রথম পর্বের সাতটি মাস্টার্স শেষ পর্বে ২২০ টি আসন বিদ্যমান। এই বিভাগে রয়েছে বিরল প্রাণী সমন্বিত একটি প্রাচীন মিউজিয়াম। প্রায় দুই হাজার আধুনিক ও পুরাতন মৌলিক পুস্তক সমৃদ্ধ একটি সমৃদ্ধ সেমিনার লাইব্রেরি। এ বিভাগের শিক্ষার্থী বৃন্দ সাফল্যের সাথে পাঠ শেষ করে দেশে বিদেশের বিভিন্ন কর্মক্ষেত্রে সফলতার সাথে বিভাগের সুনাম ছড়িয়ে যাচ্ছে।
শিক্ষকমন্ডলী
নোটিশ