নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যে শোভিত বাংলাদেশের প্রিয় বন্দর নগরী চট্টগ্রামের সার্ধশত বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চট্টগ্রাম কলেজের জীববিজ্ঞান বিভাগ ১৯৬১ সালে ‘উদ্ভিদবিদ্যা’ বিভাগ ও ‘প্রাণিবিদ্যা’ বিভাগ নামে দুটি স্বতন্ত্র বিভাগ হিসেবে যাত্রা শুরু করে। এ বিভাগের প্রতিষ্ঠাকালীন সময়ে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন জনাব এম. এ. সাত্তার। তাঁরই আন্তরিক প্রচেষ্টায় এ বিভাগ ক্রমান্বয়ে উন্নতি সাধন করে। তিনি এবং পরবর্তীতে অন্যান্য অধ্যাপকের সক্রিয় সহযোগিতায় এ বিভাগ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বিভাগে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক ও প্রদর্শক সহ শিক্ষকের মোট পদ সংখ্যা (০১+০২+০৩+০৪+০২) ১২ টি। শিক্ষার্থীদের অধ্যয়নের সুবিধার্থে বিভাগটিতে একটি সুসজ্জিত সেমিনার লাইব্রেরি রয়েছে যাতে ২০০০ এরও অধিক বই ও জার্ণাল রয়েছে। বিরল প্রাণীর নমুনা সম্বলিত একটি “প্রাণী মিউজিয়াম” এ বিভাগের অন্যতম একাডেমিক নিদর্শন হয়ে আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রাণিবিদ্যা বিভাগে প্রথম অনার্স কোর্স চালু হয় ১৯৭৯-৮০ শিক্ষাবর্ষ হতে। ১৯৯৫ সালে বাংলাদেশের কলেজসমূহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হলে ১৯৯৬-৯৭ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষপর্ব ও ১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষে মাস্টার্স ১ম পর্বের কোর্স চালু হয়ে অদ্যাবধি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছাত্র-ছাত্রীরা স্নাতক পাস কোর্স, স্নাতক সম্মান কোর্স, স্নাতকোত্তর ১ম পর্ব ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করে আসছে। স্নাতক সম্মান ১ম বর্ষে আসন সংখ্যা ১৬০টি, স্নাতকোত্তর ১ম পর্বে ৬০টি ও স্নাতকোত্তর শেষ পর্বে সমন্বিত সংখ্যক (১৬০+৬০)= ২২০টি আসন বিদ্যমান। বিভাগে প্রায় ৮০০ জন শিক্ষার্থী বর্তমানে অধ্যয়নরত আছে। বিভাগের অনার্স ও মাস্টার্স পর্যায়ের ফলাফল বেশ সন্তোষজনক। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় প্রতি বছর এ বিভাগের শিক্ষার্থীরা সাফল্যের স্বাক্ষর রেখে যাচ্ছে। বিভাগটি শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এবং নিয়মিত যোগাযোগের একটি আদর্শ উদাহরণ। শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্কটিও আন্তরিক এবং বন্ধুত্বপূর্ণ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন-নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব মোস্তফা কামাল উদ্দীন, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব জনাব হেলালুদ্দীন আহমদ, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সরকারের সচিব) জনাব মোহাম্মদ আবুল কাসেম, খাগড়াছড়ি সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর শাহ আহমদ নবী এবং একজন ঊর্ধ্বতন ব্যাংক কর্মকর্তাসহ এ পাঁচজন অত্র বিভাগের ১ম ব্যাচের কৃতী শিক্ষার্থী। এছাড়া বাংলাদেশ সিভিল সার্ভিসসহ দেশ-বিদেশের বিভিন্ন কর্ম ক্ষেত্রে ছড়িয়ে আছে বিভাগের অনেক প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ। এ বিভাগের ছাত্র-ছাত্রীদেরকে মেধা, মনন, সহনশীলতা, নেতৃত্ব, সৃজনশীলতা, শৃঙ্খলা ও দক্ষতার ভিত্তিতে মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ এবং দেশ প্রেমিক, অসাম্প্রদায়িক ও সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।

শিক্ষকমন্ডলী

প্রফেসর জাকিয়া ফেরদৌসী
বিভাগীয় প্রধান

অধ্যাপক

আইডি নম্বরঃ ০০৪০১৯

জনাব সুভাষ কান্তি নাথ
অধ্যাপক (ইনসিটু)

আইডি নম্বরঃ ০০৩৪৫০

কনিকা প্রভা দেবী
সহযোগী অধ্যাপক

আইডি নম্বরঃ ০১২৯৬৫

জনাব মোঃ জাফর আহাম্মদ
সহযোগী অধ্যাপক (সংযুক্ত)

আইডি নম্বরঃ ০১৭৯৫৫

জনাব শাহিদা পারভীন
সহকারী অধ্যাপক

আইডি নম্বরঃ ০১৩৭২১

জনাব জেসমীন আরা বেগম
সহকারী অধ্যাপক

আইডি নম্বরঃ ০১৪৪৫৬

জনাব তৌহিদা বেগম
সহকারী অধ্যাপক

আইডি নম্বরঃ ০১৭৮৩৪

জনাব সৈয়দা উম্মে কুলসুম
সহকারী অধ্যাপক (ইনসিটু)

আইডি নম্বরঃ ০০১৮৪০০

জনাব মুনিয়া জাহান
প্রভাষক

আইডি নম্বরঃ ১৬১৩৪১৩১০১৬

মোঃ ওমর খালেদ
প্রভাষক

আইডি নম্বরঃ ১৭১৩৫১৩১০১০