চট্টগ্রাম কলেজ তার যাত্রা শুরু করে ১৮৬৯ খ্রিস্টাব্দে কোনো এক সুন্দর আলোকোজ্জ্বল দিনে। কাকতালীয় হলেও সত্য যে, ঐ একই সালে রসায়ন বিজ্ঞানে অন্যতম ভিত্তি “পর্যায়ে সারণি” আবিস্কার করেন প্রখ্যাত রসায়ন বিজ্ঞানী ডিমিট্রি ম্যান্ডেলিভ। এরই মধ্য দিয়ে রসায়ন বিজ্ঞানের সাথে চট্টগ্রাম কলেজের এক যোগসূত্র রচিত হয় একেবারে সবার অজান্তে। রসায়ন বিজ্ঞান বিভাগ যাত্রা শুরু করে তার আরো অনেক পরে ১৯১০ খ্রিস্টাব্দে। চট্টগ্রাম কলেজ তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি স্বতন্ত্র বিদ্যাপীঠ। শুরু হয় স্নাতক (পাস) শ্রেণির কার্যক্রম। তবে রসায়ন বিষয়ে স্নাতক (সম্মান) শ্রেণির পাঠদান শুরু হয় ১৯৬০-১৯৬১ শিক্ষাবর্ষ থেকে।

দেশে লেখাপড়া জানা মানুষের সংখ্যা খুবই কম, বিজ্ঞান জানা লোক তো আরো অনেক কম। সে অবস্থায় রসায়ন বিজ্ঞানের মতো একটি মৌলিক বিষয়ে পাঠদান বেশ কঠিন ও সমস্যাবহুল, তবুও সেই থেকে শুরু নানা চড়াই-উতরাই পেরিয়ে আজ প্রায় শতবর্ষী বিভাগ এ পরিণত একটি অভিজ্ঞতালব্ধ বিভাগ “রসায়ন বিভাগ। র্দীঘ এ যাত্রপথে বহুজ্ঞানী-গুণী ব্যক্তি অবদান রেখেছেন এ বিভাগ সাজাতে এবং এগিয়ে নিতে। দেশ ও বিদেশের খ্যাতনামা অনেক পন্ডিত ব্যক্তির পদচারণায় ধন্য রসায়ন বিভাগ। এ বিভাগে শিক্ষক হিসেবে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখে সকলের প্রশংসাভাজন হয়েছেন অনেক কৃতী শিক্ষাগুরু। তাঁদের সকলের অবদানের কথা গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সাথে স্মরণ করি। বিভাগের সেই সোনালি ইতিহাসের অনেক তথ্যই আজ হারিয়ে গেছে কালের আবর্তে। যে কজন গুণী শিক্ষকের কথা জানা যায়, যাঁরা বিভাগীয় প্রধান হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন, তাঁদের কয়েকজন: প্রফেসর ড. হাফেস আহমেদ, প্রফেসর মো: নুরুজ্জামান, প্রফেসর ড. মোবারক আলী আখন্দ(পরে বাংলাদেশ বিজ্ঞান জাদুঘরের মহাপরিচালক ছিলেন), অত্যন্ত সফল বিজ্ঞান শিক্ষক প্রফেসর মো: সিরাজুল ইসলাম (সুপারনিউমারি প্রফেসর, রসায়ন বিভাগ), চবি, প্রফেসর গুরুপদ পালিত, প্রফেসর ঘোষ মধুসূদন, প্রফেসর এস. এম. মোসাদ্দেকুল ইসলাম (সাবেক মহাপরিচালক, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ), প্রফেসর সৈয়দ সাজ্জাদ আলী, অধ্যাপক মো: শামছুল হক, প্রফেসর সুধীর বিকাশ দে (প্রাক্তন অধ্যক্ষ, চট্টগ্রামকলেজ), প্রফেসর মুহাম্মদ ইয়াকুব আলী (প্রাক্তন উপাধ্যক্ষ, চট্টগ্রাম কলেজ), প্রফেসর মো: আব্দুল বারী, প্রফেসর মো: আব্দুল গণি, অধ্যাপক মো: মঞ্জুরুল হক চৌধুরী, প্রফেসর সাকিনা আক্তার, প্রফেসর হিরোহিত চাকমা, প্রফেসর জাফর আলম, প্রফেসর এ. এইচ. আহমেদ নাছের (প্রাক্তন অধ্যক্ষ, সরকারি তিতুমীর কলেজ, ঢাকা), প্রফেসর ড. হরিবল চক্রবর্তী (প্রাক্তন অধ্যক্ষ, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ), প্রফেসর হুমায়ুন কবির (প্রাক্তন অধ্যক্ষ,  চট্টগ্রাম সরকারি হাজি মুহাম্মদ মহসিন কলেজ), প্রফেসর আব্দুল হামিদ (প্রাক্তন অধ্যক্ষ, চট্টগ্রাম সিটি কলেজ), প্রফেসর কঙ্কন সরকার, প্রফেসর ড. হযরত আলী মিঞা (প্রাক্তন উপাধ্যক্ষ, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ), প্রফেসর শাহেদা ইসলাম (প্রাক্তন চেয়ারম্যান, চট্টগ্রাম শিক্ষা বোর্ড), প্রফেসর প্রদীপ চক্রবর্তী (প্রাক্তন চেয়ারম্যান, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও প্রাক্তন উপাধ্যক্ষ, চট্টগ্রাম কলেজ), প্রফেসর রতন কুমার চক্রবর্তী (প্রাক্তন অধ্যক্ষ, গাছবাড়িয়া সরকারি কলেজ), সর্বজন প্রিয় প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন (বিভাগীয় প্রধান, চট্টগ্রাম কলেজ) সহ অনেক স্বনামধন্য শিক্ষাবিদগণ এই বিভাগে অধ্যাপনা করেছেন।

দীর্ঘ এই পথপরিক্রমায় অনেক সাফল্যের পালক যুক্ত হয়েছে এই বিভাগের ভান্ডারে। হাজার হাজার শিক্ষার্থী এই বিভাগ থেকে উর্ত্তীণ হয়ে দেশ ও বিদেশে উজ্জ্বল ভূমিকা রেখে চলেছেন। সে সকল কৃতী শিক্ষার্থীরা আজ দেশের সম্পদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান এবং বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি, প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী: বিশিষ্ট বিজ্ঞানী ও সর্বজন প্রিয় শিক্ষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. মো: জহুরুল আলম চৌধুরী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মূখ্য সচিব ও বাংলাদেশ রসায়ন সমিতির সভাপতি, জনাব আব্দুল করিমসহ অনেক সাবেক ছাত্র-ছাত্রী দেশে ও বিদেশে স্ব-মহিমায় উজ্জ্বল।

এ বিভাগের ছাত্র-ছাত্রীবৃন্দ দেশের সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণির চাকুরি ও ব্যবসায় তাঁদের কর্মস্থল খুঁজে নিয়েছেন। বিসিএস প্রশাসন, সাধারণ শিক্ষা ইত্যাদি ক্যাডার ও নন্ক্যাডার পদে পদায়িত হয়েছে বহু শিক্ষার্থী। তবে বেশির ভাগ বিভিন্ন ধরনের শিল্প কারখানায় সফলভাবে নিয়োজিত। কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে (বিজ্ঞান) অধ্যয়নরত শিক্ষার্থী ছাড়াও রসায়ন বিভাগে বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে প্রায় ৬০০ জন শিক্ষার্থী অধ্যায়ন করছে। তাদের ফলাফল সন্তোষজনক। রসায়ন বিভাগে নিয়মিত শিক্ষা সফর, ইন্ডাস্টিয়াল ট্যুর ও গবেষণার সেমিনার আয়োজন করা হয়। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান, দেয়ালপত্রিকা প্রকাশ ইত্যাদির আয়োজন করা হয়, কলেজের নিয়মিত সাংস্কৃতিক কর্মকান্ড ও অন্যান্য অনুষ্ঠান কর্মসূচিতেও ছাত্র-ছাত্রীরা নিয়মিত সফলভাবে অংশগ্রহণ করে। ২০২০ সালে বিসিএসআইআর ল্যাবরেটরীর সাথে যৌথ গবেষণা ও সহযোগিতা চুক্তি হয়েছে। এই চুক্তির অধীনে মাস্টার্সের ০৬ (ছয়) জনশিক্ষার্থী গবেষণাকর্মে নিয়োজিত আছে।

 

আগামীতেও উচ্চতর গবেষণা পরিচালনার জন্য বিভাগে আর্ন্তজাতিক মানের গবেষণার ও অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপন, স্থানীয় শিল্পকারখানা ও সহধর্মী গবেষণা সংস্থার সাথে যৌথ গবেষণাকর্মের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সিইডিপি এর সহায়তায় বর্তমানে আধুনিক যন্ত্রপাতি সজ্জিত একটি নতুন গবেষণাগার স্থাপনের কাজ চলছে। যন্ত্রপাতি ইতোমধ্যে রসায়ন বিভাগে চলে এসেছে। শিগ্রই এই নতুন গবেষণাগারে আরো ব্যপকভাবে গবেষণা কর্ম শুরু করার সুযোগ সৃষ্টি হয়েছে। এসব পরিকল্পনা সফলভাবে সম্পন্ন হলে রসায়ন বিভাগ দেশের একটি সেরা বিভাগ পরিণত হবে। আগামীতে দেশের ক্রমবর্ধমান উন্নয়নে দৃশ্যমান আবদান রাখবে রসায়ন বিভাগ।

শিক্ষকমন্ডলী

প্রফেসর ড. কনক কুমার বড়ুয়া
বিভাগীয় প্রধান

আইডি নম্বরঃ ০০৩২৭৮

জনাব সাহিদা আহমেদ
সহযোগী অধ্যাপক

আইডি নম্বরঃ ০০২৯৭৫

ড. মোহাম্মদ রেয়াজুল হক
সহযোগী অধ্যাপক (সংযুক্ত)

আইডি নম্বরঃ ০০৭৬১৬

ড. এ কে এম সামছুদ্দিন আজাদ
সহযোগী অধ্যাপক (সংযুক্ত)

আইডি নম্বরঃ ০০৩৩২৫

জনাব সুভাষ চন্দ্র দাশ
সহযোগী অধ্যাপক

আইডি নম্বরঃ ০১০৬৮৯

ড. অজয় কুমার দত্ত
সহকারী অধ্যাপক

আইডি নম্বরঃ ০০১৩৭১৯

জনাব রেজিয়া বেগম
সহকারী অধ্যাপক (সংযুক্ত)

আইডি নম্বরঃ ০০১৬০২৮

জনাব মোহাম্মদ ছাইফুর রহমান
সহকারী অধ্যাপক

আইডি নম্বরঃ ০০১৭৭৭১

সহকারী অধ্যাপক
জনাব আকরাম হোসেন
প্রভাষক

আইডি নম্বরঃ ০০২৪৮৯৮

জনাব আবু ছৈয়দ মোহাম্মদ মুজিব
প্রভাষক

আইডি নম্বরঃ ০০২৫৯৮৫

জনাব শাহীন আকতার
প্রভাষক

আইডি নম্বরঃ ১৬১৩৪১৪১০১০

তানিয়া আলম
প্রভাষক

আইডি নম্বরঃ ১৬১৩৪১৪১০১০

জনাব শেখ শাহজাহান রাশেদ
প্রদর্শক

আইডি নম্বরঃ 

নোটিশ