শিক্ষা বিস্তারের ক্ষেত্রে একটি অবিসংবাদিত প্রতিষ্ঠানের নাম চট্টগ্রাম কলেজ। এই প্রতিষ্ঠানের যুগপতভাবে জ্ঞান বিজ্ঞান দর্শন ইতিহাস চর্চা যেমন সদা দেদীপ্যমান তেমনি জাতীয় সংকটমুক্ত এ প্রতিষ্ঠানে যুগে যুগে অনুপ্রেরণা দায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তাই ব্রিটিশ বিরোধী আন্দোলন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাঙালি জাতীয়তাবাদের বিকাশ এবং সমকালীন প্রত্যেকটি সমস্যায় প্রতিষ্ঠিত তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখে আসছে।১৮৬৯ সালে কলেজটি প্রতিষ্ঠিত হওয়ার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ডিগ্রি পাস কোর্স অনুমোদন পায়। ১৯৮৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স কোর্স চালু হয় পরবর্তীতে ১৯৯২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর চট্টগ্রাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান মাস্টার্স প্রথম পর্ব ও শেষ পর্বের প্রসঙ্গ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হয়ে আসছে। এছাড়াও উচ্চমাধ্যমিক মানবিক শাখায় পৌরনীতি ও সুশাসন বিষয়টি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে পাত্র হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে।
এই বিভাগের প্রতিথযশা শিক্ষকবৃন্দের মধ্যে প্রফেসর মুহাম্মদ জুনায়েদ, প্রফেসর অসিত বরণ নন্দী, প্রফেসর মোঃ আবু জাফর চৌধুরীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এই বিভাগের ছাত্র ছাত্রীরা দেশে-বিদেশে কৃতিত্বের স্বাক্ষর রাখার মাধ্যম বিভাগের সুনাম অক্ষুন্ন রেখে চলেছে।
শিক্ষকমন্ডলী
অধ্যাপক (ইনসিটু)
আইডি নম্বরঃ ০০৮৯৭৮
নোটিশ
চট্টগ্রাম কলেজের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষে রাস্ট্রবিজ্ঞান বিষয়ের ক্লাস রুটিন
বিস্তারিত পড়ুন