স্বাধীনতা পরবর্তী সময়ে ১৯৭২ সালে ডিগ্রি পর্যায়ে চট্টগ্রাম কলেজে সমাজবিজ্ঞান বিভাগ চালু হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জ্যেষ্ঠ সন্তান জনাব শেখ কামালের উদ্যোগে ১৯৭২ সালে দশটি সরকারি কলেজে 'সমাজবিজ্ঞান' বিষয় চালু হয়, তন্মধ্যে চট্টগ্রাম কলেজ একটি। উল্লেখ্য যে, জনাব শেখ কামাল এবং তাঁর স্ত্রী সুলতানা কামাল দু'জনই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী ছিলেন।
১৯৯২ সাল থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে সমাজবিজ্ঞান চালু হয়। কলেজে ১৯৯৭—৯৮ শিক্ষাবর্ষ থেকে ৫৫ জন শিক্ষার্থী নিয়ে সমাজবিজ্ঞানে প্রথম অনার্স কোর্স চালু হয়। ঐ সময়ে বিভাগে কর্মরত শিক্ষক ছিলেন জনাব মোঃ মর্তুজা আলী (বিভাগীয় প্রধান), জনাব সাহিদা আকতার ও জনাব মোঃ এ. কে. ফজলুল হক। বিভাগের প্রথম বিভাগীয় প্রধান ছিলেন জনাব আবুল কাশেম চৌধুরী। পরবর্তীতে জনাব ওয়াজেদ মাহমুদ আলমগীর, জনাব মো: মর্তুজা আলী, প্রফেসর সাহিদা আকতার, প্রফেসর মোঃ ইসমাইল হোসেন সরকার, প্রফেসর মোঃ এ. কে. ফজলুল হক (৭ম বিসিএস), প্রফেসর আবু নসর মোঃ কাশেম (৯ম বিসিএস) পর্যায়ক্রমে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন।
বর্তমানে সমাজবিজ্ঞান বিভাগে অনার্স ও মাস্টার্স (শেষ পর্ব) শ্রেণিতে আসন সংখ্যা প্রত্যেক ক্ষেত্রে ২২০ জন। উচ্চ মাধ্যমিক শ্রেণিতেও প্রচুর ছাত্র—ছাত্রী সমাজবিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করে। অনার্স ও মাস্টার্স (শেষ পর্ব) শ্রেণিতে প্রতিবছর প্রথম শ্রেণিসহ অনেক শিক্ষার্থী ভালো ফলাফল করে আসছে। বিভাগে বর্তমানে ৭টি পদে ৫ জন শিক্ষক কর্মরত আছেন। তাঁরা হলেন , জনাব খালেদা খানম (সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান), সহযোগী অধ্যাপক পদে জনাব শিরিন আক্তার (২৪তম বিসিএস), সহকারী অধ্যাপক পদে জনাব মোহাম্মদ মজিবুল হক (২৪তম বিসিএস) এবং প্রভাষক পদে জনাব মো: আল—মামুন (৩৫তম বিসিএস) ও জনাব দীপা চৌধুরী (৩৫তম বিসিএস)।
শিক্ষকমন্ডলী
নোটিশ