
চট্টগ্রাম কলেজে শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষিত পুকুর খনন কার্যক্রমের শুভ উদ্বোধন ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ও প্রয়োজন পূরণের লক্ষ্যে কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে পুকুর খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে কলেজের শের-ই বাংলা হল চত্বরে সবার উপস্থিতিতে এই উন্নয়নমূলক কাজের সূচনা করা হয়। পুকুর খনন কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর মোজাহেদুল ইসলাম চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর উপাধ্যক্ষ ড. সুব্রত বিকাশ বড়ুয়া। উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোজাহেদুল ইসলাম চৌধুরী স্যার বলেন, “চট্টগ্রাম কলেজে দীর্ঘদিন ধরে একটি মানসম্মত পুকুরের প্রয়োজন অনুভূত হচ্ছিল। এই পুকুরটি খনন করা হলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন ঘটবে। প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষার্থে এটি কেবল কলেজের সৌন্দর্যই বৃদ্ধি করবে না, বরং শিক্ষার্থীদের শারীরিক ব্যায়ামের অংশ হিসেবে সাঁতার শেখাতে ও বিভিন্ন সময় প্যারেড মাঠে অনুষ্ঠিত নামাজে জানাজায় উপস্থিত মুসল্লিদের অযু করার প্রয়োজন মেটাতেও উক্ত পুকুরটি অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।” অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. আরিফুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নাসির উদ্দিন আহমেদ, শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মুজিবুল হক, সোহরাওয়ার্দী হলের তত্ত্বাবধায়ক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং কলেজের প্রধান সহকারী গোলাম কিবরিয়া। পুকুর খনন কাজের সফলতা ও কলেজের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম কলেজ জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা সেলিম জাহাঙ্গীর। উক্ত উদ্ভোধনীতে কলেজের হোস্টেলে অবস্থানরত বিভিন্ন শিক্ষার্থীবৃন্দ এবং কলেজের কর্মচারীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কলেজ ক্যাম্পাসে একটি পুকুর তাদের দীর্ঘদিনের দাবি ছিল, যা আজ বাস্তবায়নের পথে।
Posted on by Chittagong College
0
